
—ছবি মুক্ত প্রভাত
বৃহস্পতিবার উল্লাপাড়ায় শহীদ জেহাদ দিবস পালিত হয়। জেহাদ স্মৃতি পরিষদ দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করে।
এসব কর্মসূচির মধ্যে ছিল শহীদ জেহাদের কবর জিয়ারত, কুরআনখানী, মিলাদ মাহফিল, মৌন মিছিল ও স্মরণসভা। শহীদ জেহাদের গ্রামের বাড়ি নবগ্রামে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অথিতি ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
শহীদ জেহাদ স্মৃতি পরিষদের সভাপতি ওবায়দুল ইসলাম মাহবুব এর সভাপতিত্বে স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উল্লাপাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আজাদ হোসেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মোহাম্মদ পলাশ, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ আহমেদ সবুজ, উল্লাপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব নিক্সন কুমার আমিন প্রমুখ।
উল্লেখ্য, ১৯৯০ সালে স্বৈরাচার এরশাদ বিরোধী গণ অভ্যুত্থানে ঢাকায় দৈনিক বাংলার মোড়ে পুলিশের গুলিতে নিহত হন সিরাজগঞ্জের উল্লাপাড়ার ছাত্রদল নেতা নাজির উদ্দিন জেহাদ। এরপর থেকে প্রতিবছর দেশে এই দিনটি শহীদ জেহাদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে।