দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে তাসকিনের বলে শুরু টা ভালো হলেও শেষটা হয়েছে চরম হতাশার। নির্ধারিত ২০ ওভারে ভারতের দেয়া ২২১ রানের পাহাড় ভাঙতে গিয়ে বাংলাদেশ থেমেছে ১২৭ রানে। ৮৬ রানে বাংলাদেশকে পরাজিত করে টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজও জিতল ভারত।
উইকেটে যখন আসা-যাওয়ার খেলা শুরু হয়েছে, তখন এক প্রান্ত আগলে ব্যাট করেছেন মাহমুদুল্লাহ। প্রাণপণ চেষ্টা করে ব্যক্তিগত সংগ্রহ করেছেন দলের সর্বোচ্চ ৪০ রান।
এর আগে বাংলাদেশের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নামে ভারত। প্রথম ওভারেই আঘাত হানেন তাসকিন। পরের ওভারে তানজিম শাকিব। এরপর আরো এক উইকেট তুলে নেন মুস্তাফিজুর রহমান। তখন ছয় ওভারে ভারতের সংগ্রহ তিন উইকেট হারিয়ে ৪৩ রান।
এমন সমীকরণ বাংলাদেশের দর্শকদের বেশ উচ্ছ্বাসিতই করেছিল। গল্পটা ভিন্ন হলেও পারতো। যদিও বেশি রান খরচ করেছেন বাংলাদেশের প্রেজ স্পীন ২ বিভাগই। পাহাড় সনান রান তারা করতে গিয়ে গল্পের সমাপ্তি টা রাঙাতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা।
বাংলাদেশের স্পিন এ্যাটাকে পাঁচ ওভারে কোন উইকেট না হারিয়ে ৬৫ রান নিয়েছে ভারত। বাংলাদেশ সেখানে পাঁচ ওভারে তিন উইকেট হারিয়ে রান তুলেছে মাত্র ২৩ । ফলাফল বাংলাদেশ ৮৬ রানের পরাজিত।