
রাষ্ট্র সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে সবধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী- ছবি মুক্ত প্রভাত
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, রাষ্ট্র সংস্কার এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে সবধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। স্বৈরাচারমুক্ত বাংলাদেশকে শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গা পূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে জামায়াতের কর্মীরা প্রতিটি পূজা মণ্ডপে সার্বিক সহযোগিতা দেবেন।
রফিকুল ইসলাম খান মঙ্গলবার রাতে উল্লাপাড়া ডাকবাংলোয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। তিনি বলেন, বৈষম্য ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নিয়ে এদেশের বহু ছাত্রজনতা আত্মোৎসর্গ করেছেন। তাদের রক্ত ও ত্যাগ কখনই বৃথা যেতে দেওয়া হবে না। আন্দোলনকারীরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন সেই স্বপ্ন অবশ্যই আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। ঘুষ, দুর্নীতি ও বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মানে সকল জাতি ধর্ম নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে স্ব-স্ব অবস্থানে থেকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
জামায়াত এ দেশে হিন্দু সম্প্রদায়কে কখনই সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে বলে না। সংখ্যালঘু বলতে কেউ নেই। সকল ধর্মাবলম্বী এদেশের নাগরিক। প্রত্যেকেরই যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করার অধিকার রয়েছে। তিনি আরও বলেন, আমাদেরকে ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিতে হবে। প্রতিহিংসা পরায়নতা কখনই সমাজ ও দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। অন্তবর্তীকালীন সরকারকে তাদের চলমান কাজে আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে।
তিনি গণমাধ্যমকর্মীদেরকে স্বাধীনভাবে তাদের মতপ্রকাশ করার আহবান জানান। এ সময় তার সঙ্গে সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মওলানা শাহিনুর আলম, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী, অধ্যাপক শহিদুল ইসলামসহ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।