
নাসিরনগরে বজ্রপাতে একজনের মৃত্যু- ছবি মুক্ত প্রভাত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শাহিন মিয়া (৩৫) নামে এক জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে মেঘনা নদীতে মাছ ধরতে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়। মৃত শাহিন নাসিরনগর উপজেলা গোয়াল নগর ইউনিয়নের লালুয়ারটুক গ্রামের সাজু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়- আকাশ মেঘলা দেখেও মঙ্গলবার সকালে শাহিন মেঘনা নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরার একপর্যায়ে মেঘলা আকাশে শুরু হয় মেঘের গর্জন। মাছ ধরার সময় বৃষ্টির সাথে বজ্রপাতে ঘটনাস্থলেই শাহিন মারা যান।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বজ্রপাতে মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।