
ধুনট (বগুড়া): মামলায় গ্রেপ্তার তিনজন।-ছবি মুক্ত প্রভাত
বগুড়ার-৫ আসানের (ধুনট-শেরপুর এলাকা) সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান সহ আওয়ামী লীগের ৪৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার রাতে ধুনট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বেলকুচি গ্রামের রফিকুল ইসলাম শাহীন বাদি হয়ে থানায় এ মামলা দায়ের করেন।
এ মামলায় উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ধুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএম মাসুদ রানা (৫০), পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য এএফএম ফজলুল হক (৫৫), উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি স্কুল শিক্ষক হাসান খসরু নপুরকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
এ মামলার অন্য আসামিরা হলেন, বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান, তার ছেলে ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইসবাল সনি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, ধুনট পৌরসভার সাবেক মেয়র এজিএম বাদশাহ, সহ ৪৪ নেতাকর্মী। এ ছাড়া এ মামলায় অজ্ঞাত আসামি রয়েছে ২০০-২৫০ জন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মাদ সিরাজ। তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে ২০১৮ সালের ১১ ডিসেম্বর দুপুরের দিকে নির্বাচনী গণসংযোগকালে ধুনট শহরের কলাপট্টী এলাকায় পৌছেন। এ সময় সাবেক এমপি হাবিবের নেতৃত্বে তার লোকজন জিএম সিরাজের গাড়ীর বহরে হামলা চালিয়ে ২টি জীপ গাড়ী, ২টি মাইক্রোবাস ভাংচুর ও ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় বিএনপির কমপক্ষে ২০ নেতাকর্মী আহত হন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এ মামলার এজাহারভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরের পর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখা হয়েছে।