-ছবি সংগৃহিত
হঠাৎ করেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাশে থেকে সরে যাওয়ার উপক্রম হয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েরল ম্যাক্রোঁর। একারণে ম্যাক্রোঁর ওপর বেজায় চটেছেন ইসরায়েলি প্রেসিডেন্ট নেতানিয়াহু।
গতকাল রোববার (৬ অক্টোবর) কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনের এসব তথ্য উঠে এসেছে।
আল জাজিরা তাদের প্রতিবেদনে বলছে, ইসরায়েলকে অস্ত্র সরবারাহ বন্ধের আহ্বান জানিয়েছেন ম্যাক্রোঁ। একারণে ক্ষেপেছেন বেনিয়ামিন। শনিবার ম্যাক্রোঁ বলেন, ‘আমি মনে করি আজকে অগ্রাধিকার হলো একটি রাজনৈতিক সমাধানে ফিরে আসা যে আমারা গাজায় যুদ্ধের জন্য অস্ত্র সরবরাহ বন্ধ করি।’
অর্থাৎ ফ্রান্স আর কোনো অস্ত্র সরবরাহ করছে না। সত্যি যদি তাই হয় তাহলে যুদ্ধের জন্য অস্ত্র সংকটে পরতে যাচ্ছে ইসরায়েল।