
বিশ্বনবীকে অবমাননার প্রতিবাদে ধুনটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত- ছবি মুক্ত প্রভাত
ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তি ও অবমাননার প্রতিবাদে বগুড়ার ধুনট উপজেলায় বিক্ষোভ সমাবেশ করেছেন সর্বস্তরের তৌহিদী নবী প্রেমিক জনতা।
শুক্রবার (২৭সেপ্টেম্ব) বিকেল ৫টার দিকে ধুনট কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ডে গিয়ে সমাবেশে মিলিত হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, মুফতি মাওলানা ফয়েজ উল্লাহ কাসেমী, মুফতি মাওলানা আরিফুল্লাহ, মাওলানা আবু বক্কার সিদ্দীক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, বিএনপি নেতা আকতার আলম সেলিম।
সামবেশে বক্তরা বলেন ভারতের পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক কটুক্তি ও বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ রানার সমর্থনে ধর্মীয় অনুভুতিতে আঘাত ও অবমাননা করায় তীব্র প্রতিবাদ জানাই। তারা অবিলম্বে এই দুই কটুক্তিকারী ব্যক্তির সর্বোচ্চ বিচার দাবি করেন। এ ছাড়াও দেশের অর্ন্তরবর্তী সরকারকে রাষ্ট্রীয়ভাবে পুরোহিত রামগীরি ও বিধায়ক রানাকে দ্রুত বিচারের আওতায় আনতে ভারত সরকারকে চাপ দেয়ার আহ্বান জানান।