
-প্রতিকী ছবি
উল্লাপাড়ায় বিলে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে মারা গেছেন সোহেল রানা (২৪) নামের এক যুবক।
রোববার সকালে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর গ্রামের ভূতের দিয়ার বিলে এ ঘটনা ঘটে। তিনি এই গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সোহেল সকালে বৃষ্টির মধ্যে উক্ত বিলে মাছ ধরতে গেলে তাকে সাপে ছোবল দেয়।
সোহেল দ্রুত বাড়ি ফিরে এলে স্বজনরা তাকে হাসপাতালে নেবার পথে তিনি মারা যান। উল্লাপাড়া মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক মোহাম্মদ মোখলেছ সোহেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।