
ধুনট (বগুড়া): আহত কৃষক শহিদুল ইসলাম।—ছবি মুক্ত প্রভাত
বগুড়ার ধুনট উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে শহিদুল ইসলাম (৪০) নামে এক কৃষককে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। কৃষক শহিদুল ইসলাম উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের আবু বক্কারের ছেলে।
শনিবার (৫ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার বিষ্ণুপুর গ্রামে ফাঁকা সড়কে এ ঘটনা ঘটে। আহত শহিদুল ইসলামকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, কৃষক শহিদুল ইসলামের সাথে প্রতিবেশী তবজেল সেখের ছেলে আব্দুস সালাম ও তার পরিবারের লোকজনের পূর্ব থেকে সাথে বিরোধ রয়েছে। শনিবার সকালের দিকে শহিদুল ইসলাম বাড়ি থেকে বের হয়ে ফসলের মাঠের দিকে যাচ্ছিল। এ সময় আব্দুস সালাম ও তার লোকজন শহিদুল ইসলামের পথরোধ করে গালিগালাজ করতে থাকে।
তখন প্রতিবাদ করলে আব্দুস সালাম ও তার লোকজন শহিদুল ইসলামকে মারপিটের এক পর্যায়ে কুপিয়ে আহত করে। সংবাদ পেয়ে শহিদুল ইসলামকে তার স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় শহিদুল ইসলামের ছোট ভাই ওমর ফারুক বাদি হয়ে আব্দুল সালাম সহ ৮ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
এ বিষয়ে আব্দুস সালাম বলেন, পূর্ব বিরোধের জের ধরে শহিদুল ইসলামের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। তাকে মারপিট কিংবা কোপানোর অভিযোগ সঠিক না।
ধুনট থানার এসআই মোস্তাফিজ আলম বলেন, কৃষকের অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।