
উল্লাপাড়ায় ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলার আসামী কারাগারে
উল্লাপাড়ায় ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলার আসামী মোঃ জাকির হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব-১২ এর সদস্যরা। সোমবার রাজশাহী মাহনগরের রাজপাড়া থানাধীন বহরমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জাকির উল্লাপাড়া উপজেলার চালা গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে। স্থানীয় কলেজপড়ুয়া একটি মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে জাকির তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তার ইচ্ছার বিরুদ্ধ একাধিকবার ধর্ষণ এবং মেয়েটির নগ্ন শরীরের ছবি ফেসবুকে ছড়িয়ে দেয় বলে জাকিরের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলা হয়েছে। প্রায় ১৩ দিন ধরে জাকির পলাতক ছিল।
ভুক্তভোগী মেয়েটি উল্লাপাড়া থানায় ৬ মে তারিখে দেওয়া মামলায় অভিযোগ করেছেন, স্থানীয় বাসিন্দা কথিত জাকির হোসেন মোবাইল ফোন আলাপের মাধ্যমে প্রায় ২ বছর আগে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে। বেশ কিছুদিন ধরে মেয়েটিকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে।
পরে মেয়েটির পরিবার থেকে বিয়ের প্রস্তাবে পাঠালে জাকির ও তার পরিবার অস্বীকৃতি জানায়। এরপর তাদের প্রতি চাপ সৃষ্টি করলে মেয়েটির বেশ কয়েকটি নগ্ন ছবি (জাকিরের মোবাইলে ধারনকৃত) গত ২৫ এপ্রিল ফেসবুকে ছড়িয়ে দিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়।
সিরাজগঞ্জ র্যাব-১২ ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার মোঃ আবুল হাশেম সবুজ গণমাধ্যম কর্মীদেরকে জানান, উল্লাপাড়া থানায় জাকিরের বিরুদ্ধে মামলা হবার পর সোমবার রাজশাহীর রাজপাড়া থানাধীন বহরমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মঙ্গলবার উল্লাপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক মেহেদী হাসান বলেন, জাকিরকে মঙ্গলবার আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।