আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করতে বিএনপি’র পক্ষ থেকে সবধরণের সহযোগিতা দেবার ঘোষানা দিলেন সংগঠনের উল্লাপাড়া শাখার নেতৃবৃন্দ। প্রতিটি মন্দিরে তাদের ১৫ জন করে কর্মী দিনরাত অবস্থান করবেন।
শনিবার উল্লাপাড়া উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে আহুত সংবাদ সম্মেলনে সদস্য সচিব আজাদ হোসেন আজদ এই ঘোষনা দেন। উপজেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুল ওয়াহাব, পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের সভাপতি গোলাম মোস্তফা, সম্পাদক নিকসন কুমার আমিন এতে বক্তব্য রাখেন।
উপজেলা বিএনপি’র সদস্য সচিব আজাদ হোসেন আজদ লিখিত বক্তব্যে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে কেউ সংখ্যালঘু নয়। কাজেই হিন্দু সম্প্রদায় স্বাধীনভাবে তাদের সকল ধমীর্য় অনুষ্ঠান পালন করবে।
এ বছর উল্লাপাড়ায় আয়োজিত শতাধিক দুর্গাপূজা মন্ডপে নির্বিঘ্নে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে উপজেলা বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী সাবিক সহযোগিতা দেবে। প্রতিটি মন্ডপে প্রশাসনের দেওয়া নিরাপত্তা কমীর্দের সঙ্গে ১৫ জন করে কর্মী দিনরাত মন্দির প্রাঙ্গনে উপস্থিত থেকে নজর দারি করবে।
সেই সাথে সংগঠনের নেতৃবৃন্দ পুরো উপজেলায় মন্দিরগুলো একাধিকবার পরিদর্শন করবেন বলে উল্লেখ করেন আজাদ হোসেন।