
কাজ শুরু করেছে কমিটি
ঈশ্বরদী-ঢাকা রেলপথে উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে পণ্যবাহী ট্রেন শান্টিং করার সময় বগি লাইনচ্যূত হবার ঘটনায় গঠিত তদন্ত কমিটি সোমবার তদন্ত কাজ শুরু করেছেন। পশ্চিম রেলওয়ে পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তার (ডিটিও) কার্যালয়ে উল্লাপাড়ার স্টেশন মাস্টার গোলাম ফেরদৌস, পয়েন্টসম্যান লিমন হোসেন, নিরাপত্তাকর্মী আরমান হোসেন, লাইনচ্যূত পণ্যবাহী ট্রেনের চালক মহিউল আলম ও পরিচালক নাজিম উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গত ৫ মে উল্লাপাড়া স্টেশনের পশ্চিমপাশে পণ্যবাহী ট্রেন শান্টিং করার সময় ২টি বগি লাইনচ্যূত হয়। ফলে বেলা দেড়টায় রাজধানী ঢাকার সঙ্গে দেশের উত্তর ও দক্ষিনাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
পরে রিলিপ ট্রেন ওইদিন রাত ৮টায় লাইনচ্যূত বগি ২টি উদ্ধার করে। প্রায় সাড়ে ৭ ঘন্টা পর পুনরায় এই পথে ট্রেন চলাচল শুরু হয়। আর এতে চরম দুভোর্গের শিকার হন উল্লাপাড়া স্টেশনের উত্তর ও পশ্চিম পাশে বিভিন্ন স্টেশনে আটকে পড়া কয়েকটি আন্তঃনগর এক্সপ্রেসের হাজারো যাত্রী। এই ঘটনায় পাকশী রেল বিভাগের ডিটিওকে প্রধান করে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে পশ্চিম রেল কর্তৃপক্ষ।
পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) ও তদন্ত কমিটি প্রধান আনোয়ার হোসেন জানান, ট্রেন শান্টিং করার সঙ্গে সম্পৃক্ত উল্লাপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার, পয়েন্টসম্যান, নিরাপত্তাকর্মী, লাইনচ্যূত পণ্যবাহী ট্রেনের চালক ও পরিচালককে তার অফিস কক্ষে ডেকে সোমবার জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। আরো কয়েকদিন লাগবে তদন্ত কাজ সম্পন্ন করতে। ১ সপ্তাহের মধ্যে এই তদন্ত কার্যক্রমের প্রতিবেদন দিতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ডিটিও।