
জামালপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ ৩ জন নিহত
জামালপুরের বেলটিয়া টিউবেলপাড় এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন মাদ্রাসা শিক্ষক, অটো চালক, এক যাত্রীসহ তিন জন নিহত হয়েছে ।এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের টিউবেলপাড় মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মেলান্দহের কাপাশাহাটি এলাকার বাসিন্দা জয়দর হোসেন ছেলে অটো চালক রুকন মাহমুদ (৪৫),, শেখ সাদি গ্রামের আব্দুল মালেক (৫৩) ও বেলটিয়া কামিল মাদ্রাসার শিক্ষক ও জামালপুর সদর উপজেলার জামাতের নায়েবে আমীর মোস্তাফিজুর রহমান (৪৫)।
স্থানীয়রা জানিয়েছেন, জামালপুর-টাঙ্গাইল সড়কের টিউবেলপাড় এলাকায় কালিবাড়ি থেকে আগত জামালপুর শহর গামী একটি অটোরিক্সা কে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় অটোরিকশা চালক।
পরে গুরুতর আহতদের প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রেরণ করা হলে সেখানে চিকিৎসকরা দুইজনকে মৃত বলে ঘোষণা করে। অন্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে জামালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল মো. আতিক বলেন, এখন পর্যন্ত তিনজন নিহতের খবর পেয়েছি। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে৷ বাকি দুইজন হাসপাতালে মারা গেছে। তাদের মরদেহ নিয়ে আসার জন্য কাজ চলছে। তিনি আরো বলেন ঘাতক ট্রাককে আটক করা সম্ভব হয়নি তবে অটোরিকশাটি থানায় আনা হয়েছে।