দেওয়ানগঞ্জে ১১৩ বোতল বিদেশি মদ উদ্ধার - ছবি মুক্ত প্রভাত
জামালপুর দেওয়ানগঞ্জ উপজেলার পাথরেরচর এলাকায় গোপাল সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ১১৩ বোতল বিদেশি মত উদ্ধার করেছে।
পুলিশ সূত্রে জানাযায়, বুধবার (২ অক্টোবর) বিকালে উপজেলার পাথরেরচর গ্রামের বাসিন্দা রহম আলী মন্ডল এর ছেলে মোঃ শাহজাহান মন্ডলের বাড়ি পুলিশ অভিযান চালায়। ওই অভিযানে তার নিজ বাড়ি হতে ৯১টি বড় মদের বোতল ও ২২টি ছোট মদের বোতলসহ মোট ১১৩ বোতল ইন্ডিয়ান বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করে দেওয়ানগঞ্জ থানার পুলিশ। এ সময় মদ বিক্রেতা শাহজাহান কে আটক করে পুলিশ।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মদ বিক্রেতা শাহজাহান আলীকে আজ কোথাতে প্রেরণ করা হচ্ছে।