
হযরত মুহাম্মদ (সা:) নিয়ে কটুক্তি করায় উল্লাপাড়ায় বিক্ষোভ মিছিল- ছবি মুক্ত প্রভাত
ভারতে মন্দিরের পুরোহিত কর্তৃক হযরত মুহাম্মাদ (সা:) কে নিয়ে কটুক্তি ও বিজেপি নেতাদের সহমত পোষণ করার প্রতিবাদে বুধবার বিকেলে উল্লাপাড়ায় এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উল্লাপাড়া উপজেলা ওলামা পরিষদ ওই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন। বুধবার (২ অক্টবর) বেলা ৩ টায় কয়েক হাজার মানুষের অংশ গ্রহনে বিক্ষোভ মিছিলটি পৌর মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে আবার একই মঞ্চে ফিরে আসে। মিছিলে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেন।
উল্লাপাড়া উপজেলা ওলামা পরিষদের উপদেষ্টা মুফতি আব্দুর রউফের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা ওলামা পরিষদের আহ্ববায়ক মুফতি আনিছুর রহমান, মুফতি মনিরুল ইসলাম, মওলানা আবু বকর সিদ্দিক ও মুফতি আব্দুল আজিজ প্রমুখ। বক্তাগণ বাংলাদেশে ভারতীয় হাই কমিশনারকে ডেকে মহানবীর বিরুদ্ধে অশোভন উক্তির প্রতিবাদ জানিয়ে কথিত পুরোহিত ও তার সমর্থনকারী নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের ব্যবস্থা নিতে অর্ন্তবর্তী সরকারের প্রতি আহ্ববান জানান। একই সঙ্গে তারা বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জনের আহবান জানান দেশবাসীকে। বক্তাগণ শিক্ষা কমিশন থেকে হাদিস অস্বীকার করা ব্যক্তি আবু সাঈদকে বহিষ্কার এবং প্রথম শ্রেণি থেকে স্নাতকোত্তর শ্রেণি পর্যন্ত পাঠ্যপুস্তকে মহানবীর জীবনী অন্তর্ভুক্ত করার জন্য সরকারের প্রতি দাবি জানান।