রাজধানীর তুরাগে ২ হাজার ১৫০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ২২ হাজার ৭শ টাকাসহ মাদক কারবারি স্বামী- স্ত্রীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
সোমবার ( ৩০ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তুরাগের ভাটুলিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আবুল কালাম ( ৪২) ও তার স্ত্রী মিতার (৪০) মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এসময় তাদের কাছ থেকে ২হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২২ হাজার ৭শ টাকা, ইয়াবা সেবনে ব্যবহৃত কয়েক বান্ডেল ফুয়েল পেপারসহ মাদক সেবনের বিভিন্ন অবৈধ সরঞ্জামাদি উদ্ধার করা হয় ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তুরাগ থানা অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান মোল্লা মুক্ত প্রভাতকে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। এই চক্রের সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃত আবুল কালাম গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার মুদাফা পশ্চিম কাকিল শাতাইশ এলাকার জয়নাল আবেদিনের ছেলে। তারা স্বামী স্ত্রী মিলে দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করছিলেন। বর্তমানে তারা ভাটুলিয়া এলাকার মফিজ মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।