
নাসিরনগরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত- ছবি মুক্ত প্রভাত
" কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূইয়া এঁর সভাপতিত্বে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে প্রশাসনিক ভবন মিলনায়তনে কেক কেটে দিবসটির শুভ উদ্বোধন করা হয়।
এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ফাহিমুল আরেফীন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাঈন উদ্দিন আহমেদ, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, সাংবাদিক আক্তার হোসেন ভূইয়া, সাংবাদিক মুরাদ মৃধা, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার দাস,বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম সালেম প্রমুখ।
এছাড়াও উক্ত সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।