
ধুনটে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
সার্বিক আইন শৃংখলা বিষয়ে বগুড়ার ধুনট প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলমের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ।
এসময় উপস্থিত ছিলেন ধুনট থানার এসআই অমিত কুমার বিশ্বাস, ধুনট প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বাবুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ইমদাদুল হক ইমরান, দপ্তর সম্পাদক জহুরুল মল্লিক, কোষাধ্যক্ষ আবু সুফিয়া, সদস্য ফজলে রাব্বী মানু ও তারিকুল ইসলাম।
সাংবাদিকদের সঙ্গে পরিচয় পর্ব শেষে ওসি সাইদুল আলম বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে মানুষ নানাভাবে অপরাধ সংগঠিত করে আসছে, আইন নিজের হাতে তুলে নিচ্ছে, যা মোটেও কাম্য নয়। সবার আগে আমাদের মানুষের অধিকার নিশ্চিত করতে হবে।
কোনো মানুষ যেন বৈষম্যের শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যেকোনো অপরাধ নির্মূলে আপনাদের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। আমাদের কাজের কোনো ব্যত্যয় ঘটলে সাংবাদিকরা যেন অবগত করেন এবং পুলিশের দ্বারা কেউ যেন হয়রানির শিকার না হয় সেদিকে নজর রাখতে হবে।