
মির্জাগঞ্জে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মির্জাগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষকবৃন্দের ব্যানারে সোমবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষকবৃন্দ।
এসময় তারা শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূর করে সকল সহকারী প্রাথমিক শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীত করতে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন - শিক্ষক মোঃ নাসির উদ্দিন, মোঃ মশিউর রহমান, নাসির মল্লিক, নজরুল ইসলাম মিঠু,শামসুল আরেফিন, কমল চন্দ্র হাওলাদার, রোজিনা ইয়াসমিন প্রমুখ।
পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে দাবি বাস্তবায়নে শিক্ষা উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেন শিক্ষকবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম বলেন, স্মারকলিপি পেয়েছি, যথাসময়ে উপদেষ্টার নিকট প্রেরন করা হবে।