
ধুনটে বাল্য বিবাহ ও সামাজিক সম্প্রতি বিষয়ক নারী সমাবেশ - ছবি মুক্ত প্রভাত
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এর আওতায় গণসংযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রম এর অংশ হিসাবে শোষণমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্য বিবাহ রোধ ও সামাজিক সম্প্রতী রক্ষা বিষয়ে বগুড়ার ধুনট উপজেলা নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার গোপালনগর ইউনিয়নের খাটিয়ামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে জেলা তথ্য অফিসের আয়োজনে ও অত্র প্রতিষ্ঠানের সহযোগিতায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেজোয়ান হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান, গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মাকছুদার রহমান, নুরুল ইসলাম, আকতারুজ্জামান, আরিফুর রহমান আব্দুল্লাহ আল-মামুন।
বগুড়া জেলা তথ্য অফিসার মুহাম্মাদ মাহফুজার রহমানের সভাপতিত্বে ও খাটিয়ামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনীন আরা বেগমের সঞ্চালনায় সমাবেশে আন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ইদ্রিস আলী, লুৎফর রহমান, ইমরুল কায়েস, হাসান মুনসুর জয়নুল আবেদীন, অভিভাবক ইয়াছিন খাতুন ও শিক্ষার্থী আয়াশা আকতার প্রমুখ।