দেশজুড়ে বইছে তীব্র তাপপ্রবাহ। আশ্বিনে আবহাওয়ার এমন বিরূপ প্রভাব জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। আজ সোমবার দেশের ৭ অঞ্চলের অপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে।
আজ সোমবার দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব জানানো হয়েছে।
তবে এরইমধ্যে আবহাওয়া নিয়ে সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস বলছে— বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হতে পারে আগামী সোমবারের মধ্যে। লঘুচাপের প্রভাবে আগামী ৫ দিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। বৃষ্টিপাত হলে জনজীবনে স্বস্তি ফিরবে।
পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্তও বিস্তৃত।
মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় আগামী ২৩ সেপ্টেম্বর মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
এসময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, শনিবার সন্ধ্যার মধ্যে দেশের ছয় অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে গেছে। পূর্বাভাসে আরো বলা হয়, সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলসমূহে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
একই সাথে এসব অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়িভাবে ঝোড়ো হাওয়া বয়ে গেছে। ফলে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে শনিবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলন, বরিশাল, ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা