
সুবর্ণচরে রিকের আয়োজনে ৫৫০ মানুষকে ত্রাণ সহায়তা
নোয়াখালীর সুবর্ণচরে বেসরকারী সংস্থা রিসোর্স ইন্ট্রিগ্রেশন ফাউন্ডেশন (রিক) এর আয়োজনে বন্যা পরবর্তী সময়ে ৫৫০ পরিবারের মাঝে ত্রান সহায়তা দেয়া হয়েছে। রিকের সুবর্ণচর কার্যালয়ে (২২শে সেপ্টেম্বর) দুপুরে মাসব্যাপী এ ত্রাণ কার্যক্রম সমাপনি অনুষ্ঠিত হয়।
রিকের সুবর্ণচর শাখার সহকরী শাখা-ব্যবস্থাপক মো. তোহিদুর রহমানের সার্বিক পরিচালনায় ত্রাণ কার্যক্রমের মুখ্য ভুমিকার রাখেন রিকের সুবর্ণচরের শাখা শাখা ব্যবস্থাপক রাসুল আমিন খান। এসময় আরও সহায়তা করেন রিকের সুবর্ণচরে শাখার কর্মকর্তা মো. আল-আমিন হাওলাদার, মো. আবু নাহিদ, মো.তনিভীর রায়হান প্রমুখ।
এসময় জনপ্রতি ১টি ২০লিটারের ঢাকনাসহ বালতি, ১০লিটারের পানির পাত্র, ১টি মগ, গোসলের সাবান, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরন ট্যাবলেট, পানির চাকনি, এন্টিসেপটিক জিবাণুনাশক, ডিটারজেন্ট পাউডার, স্যানিটারি প্যাড, চাল, তেল, ডাল, চিড়া, লবন, ছোলা, পেয়াজ, রসুন ও সচেতনতা বিষয়ক লিপটেসহ মোট ৮হাজার ১০০টাকা মুল্যের ত্রাণ সহায়তা করা হয়।