বজ্রপাতে নিহত দুই দিনমজুরের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত আজ রোববার নিহতদের বাড়িতে গিয়ে ওই সহায়তা প্রদান করেন।
সহায়তার মধ্যে রয়েছে নগদ ২৫ হাজার করে টাকা এবং শুকনো খাবার। নিহতদের স্ত্রীর হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়।
এসময় উপজেলা প্রকৌশলী আবু সায়েদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, সংশ্লিষ্ট ইউপি সদস্য সাহারুল হক সাচ্চু, উল্লাপাড়া প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান লিটন, সাধারন সম্পাদক ময়নুল হোসাইনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত জানান, প্রশাসনের পক্ষ থেকে বজ্রপাতে নিহত দুইজনের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এই অর্থ নিহতের পরিবারে কিছুটা হলেও কাজে আসবে।
প্রসঙ্গতঃ শনিবার সন্ধ্যায় উল্লাপাড়ায় বজ্রপাতে দুই দিনমজুরের মৃত্যু হয়। নিহতরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের নাগরৌহা গ্রামের বেলাল হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (৪০) এবং একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে রুহুল হোসেন (২৮)।
উল্লাপাড়া সদর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য সাহারুল হক সাচ্চু মুক্ত প্রভাতকে জানান, নিহত দুই ব্যক্তি দিনমজুর। প্রতিদিনের মতো শনিবারও নাগরৌহা বিলের ফসলি জমিতে কাজ করতে গিয়েছিলেন। বাড়ি ফেরার পথে ঝড়ের কবলে পড়েন। একপর্যায়ে বিলের ভেতরই বজ্রপাতের শিকার হন।
নিহতের পরিববারের বরাত দিয়ে তিনি আরো বলেন, বজ্রপাতের পর মৃত অবস্থায় দুই ব্যক্তিকে প্রথমে বাড়ি আনা হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।