র্যাবের অভিযানে ৯২ পিস ইয়াবাসহ লিখন (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের শামুকজানী বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত লিখন একই উপজেলার আফড়া গ্রামের মোকছেদ মোল্লার ছেলে।
আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে র্যাব। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে লিখনকে কারাগারে পাঠানো হয়েছে।