অবশেষে ভারতের কাছে বাংলাদেশ হারলো ২৮০ রানে। প্রথম টেস্টে বড় পরাজয় হলো সাকিব-মুশফিকদের।
সাকিবের পর ৬ মারতে গিয়ে আউট হলেন লিটন-মিরাজ-শান্ত
সাকিবের পর বিরতিহীনভাবে আউট হয়ে বাংলাদেশকে হারের মুখোমুখি করেছেন লিটন,মিরাজ শান্তরা। মাত্র ১০ মিনিটের ব্যবধানে চার ব্যাটসম্যানের বিদায়। শুনতে অবাক মনে হলেও রবিচন্দ্রন অশ্বিন আর জাদেজার বোলিং তোপে থুবুথু অবস্থা বাংলাদেশ শিবিরে।
সবশেষ নাজমুল হাসান শান্ত ফিরলেন ৮২ রান করে। ভারতের বোলিংয়ের সামনে এক প্রাপ্ত আগলে রেখে শেষ পর্যন্ত ফিরতে হলো ৬ মারতে গিয়ে।