
বাকশালের রাজনীতি করায় শেখ হাসিনা দেশ ছেড়ে পালিছে, ডঃ শফিকুর রহমান
বাংলাদেশ আওয়ামী লীগ সরকার বাকশালের রাজনীতি করে দাদা-দিদিদের দেশে পালিয়ে গিয়েছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামাত ইসলামীর আমীর ডঃ শফিকুর রহমান। তিনি আরো বলেন বাংলাদেশকে ব্রিটিশ, পাকিস্তান, শাসন করেছে পরে নিজেরা স্বাধীন হয়েও বাংলাদেশ আওয়ামী লীগ সরকার বাকশালের রাজনীতি কায়েম করে বাংলাদেশ জামাত ইসলামীকে সবচাইতে বেশি নির্যাতন করেছে তবুও কেউ দেশ ছেড়ে পালিয়ে যায়নি। আমরা এমন রাজনীতি করবো না যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়।
আমরা আইন নিজের হাতেও তুলে নিতে চাই না। যারা অন্যায় করেছে শুধু নির্দিষ্ট ব্যক্তিদেরই আইনের মাধ্যমে শাস্তি দেওয়া হবে। সাংবাদিকরা জাতির দর্পণ, আপনারা চতুর্থ স্তম্ভের বিচক্ষণ ব্যক্তি, তৎকালীন সরকার বলেছে গণমাধ্যম স্বাধীন তবুও আমরা আপনাদের পাশে পাইনি, কেন আপনারা সত্য তুলে ধরেনি সেটাও আমাদের অজানা।
এখন বৈষম বিরোধী ছাত্র আন্দোলন করে দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হয়েছে আপনারা আপনাদের কলমের লেখনীর মাধ্যমে সত্য প্রকাশ করবেন এটাই আমাদের আশা। অনুষ্ঠানের শুরুতে আমাকে যে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সেই ফুলেল শুভেচ্ছা পাওয়ার যোগ্য ব্যক্তি আমি নই। এই শুভেচ্ছা তো তারাই পাবে যারা দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করে শহীদ হয়েছে এবং আহত হয়েছে আমি তাদের প্রতি এই ফুল উৎসর্গ করলাম।