পূর্ব শক্রতার জের ধরে এক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে দূবৃর্ত্তরা। ১৪ সেক্টেম্বর রাত ৮টার দিকে নওগাঁ জেলার সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের এনায়েতপুর বাইপাস সড়কের গাবতলী মাদ্রাসা রোড সংলগ্ন আনিসা এন্টারপাইজে এ ঘটনাটি ঘটে।
প্রতিষ্ঠানের মালিক পার বোয়ালিয়া এলাকার নজরুল উসলামের ছেলে শয়ন বাদী হয়ে ৪জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়,গত ১৪ই সেপ্টেম্বর রাতে অফিসে বসে শয়ন,ব্যবসায়ী পার্টনার অপু ও তার শ্যালক কাজকর্ম করছিল।
এসময় অভিযুক্ত এনায়েতপুর বাইপাস সড়কের গাবতলী মাদ্রাসা এলাকার মৃত আফসারের ছেলে মামুন,মামুনের ছেলে সালমান শাকিব,মালমান শাকিবের স্ত্রী রিতাসহ
আরো ৭থেকে ৮জন লাটি,লোহার রড ও চাকু নিয়ে অর্তকিতভাবে হামলা চালায়।
এসময় এলোপাতাড়ী মারপিটে শয়ন,অপু ও তার শ্যালক আহত হয়। হামলাকারীরা অফিসের আসবাপত্র ভাংচুর করে এবং
ক্যাশবাস্ক থেকে নগদ টাকা,ব্যাংকের চেকবই ও রাজস্ব ট্যাম্প লুট করে নিয়ে যায়। চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে দূবৃর্ত্তরা পালিয়ে যান। গুরুতর আহত শয়নকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন।
ব্যবসায়ী প্রতিষ্টানের মালিক শয়ন ও অপু জানান,সেদিন রাতে অভিযুক্তরা দেশীয় অস্ত্র দ্বারা সজ্জিত হয়ে অর্তকিতভাবে হামলা চালিয়ে আসবাপত্র ভাংচুর করে ও নগদ টাকা,চেকবই ও রাজস্ব ট্যাম্প লুট করে নিয়ে যায়। নওগাঁ সদর মডেল থানার এস আই সাখয়াত হোসেন বলেন,এব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।