বাংলাদেশের চেয়ে ৩০৮ রানে এগিয়ে ভারত
প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট হওয়ার বাংলাদেশকে ১৪৯ রানে গুটিয়ে দেয় ভারত। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ভারত দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ৩ উইকেটে ৮৩ রান করে।
আউট হয়ে গেছেন রোহিত শর্মা, যশস্বী জয়সোয়াল ও বিরাট কোহলি। ৩৩ রান নিয়ে উইকেটে আছেন শুবমান গিল।
তাঁর সঙ্গী ঋষভ পন্তের রান ১২। বাংলাদেশের পক্ষে উইকেট তিনটি নিয়েছেন তাসকিন আহমেদ, নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ।
দিন শেষে ভারত এগিয়ে আছে ৩০৮ রানে। এখন দেখা যাক কত রানের লিড নিয়ে তারা দ্বিতীয় ইনিংস ঘোষণা করে।
মিরাজের ঘূর্ণিতে এলবিডব্লুর ফাঁদে কোহলি
প্রথম ইনিংসে হাসান মাহমুদের শিকার হওয়ার আগে করতে পেরেছিলেন মাত্র ৬ রান। দ্বিতীয় ইনিংসেও বড় ইনিংস খেলতে পারলেন না বিরাট কোহলি। মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লুর ফাঁদে পড়ে কোহলি আউট হলেন ১৭ রান করে।
ইনিংসের ২০তম ওভার করতে আসেন মিরাজ। তাঁর করা খাটো লেংথের প্রথম বলেই স্কয়ার লেগ দিয়ে চার মারেন কোহলি। মিরাজের পরেই বলটা তাঁর প্যাডে লাগলে বাংলাদেশের খেলোয়াড়দের আবেদনে তর্জনী তোলেন আম্পায়ার রিচার্ড কেটেলবরো।
রিভিউ নেবেন কি–নেবেন না—এ নিয়ে অন্য প্রান্তের সঙ্গী শুবমান গিলের সঙ্গে কিছুক্ষণ আলোচনার পর মাঠ ছাড়েন কোহলি। যদিও টিভি রিপ্লেতে দেখা গেছে, বল প্যাডে লাগার আগে কোহলির ব্যাট ছুঁয়েছিল। অর্থাৎ, রিভিউ নিলে বেঁচে যেতে কোহলি।
ভারত ২য় ইনিংস: ২০ ওভারে ৩ উইকেটে ৬৭ রান।