
উল্লাপাড়ায় সওজের জায়গায় চলছিল অবৈধ নির্মাণ কাজ, বন্ধ করলেন ইউএনও
উল্লাপাড়ার বড়হর ইউনিয়নে অলিপুর-বড়হর আঞ্চলিক সড়কে আমডাঙ্গা গ্রামের মধ্যে সড়কের ভূমির উপর অবৈধভাবে সীমানা প্রাচীর নির্মান বন্ধ করে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ উজ্জল হোসেন।
রোববার সকালে এ কাজ বন্ধ করে দেওয়া হয়। আমডাঙ্গা গ্রামের বাসিন্দা আব্দুল লতিফ ওই সড়কের পাশে তার ক্রয়কৃত জায়গায় সীমানা প্রাচীর নির্মান করতে গিয়ে পাশের সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কিছু অংশ জুড়ে কাজ করছিলেন বলে গ্রামের লোকজন ইউএনও’র কাছে অভিযোগ পত্র দেন। যদিও আব্দুল লতিফ তার নির্মাধীন প্রাচীর নিজের জায়গার উপর তৈরি করছিলেন বলে দাবি করেন।
আমডাঙ্গা গ্রামের বাসিন্দারা অভিযোগ করেন উক্ত আব্দুল লতিফ আমডাঙ্গা গ্রামে তার ক্রয়কৃত ভূমির সীমানা প্রাচীর নির্মান করতে গিয়ে পাশের সড়ক ও জনপথ বিভাগের অলিপুর-বড়হর আঞ্চলিক সড়কের জায়গা দখল করে কাজ করছিলেন।
তাকে গ্রামের পক্ষ থেকে বাধা দিলেও তিনি তা আমলে নেননি। পরে তারা উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর এ ব্যাপারে একটি অভিযোগ দেন। এই অভিযোগের প্রেক্ষিতে ইউএনও স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তাদের মাধ্যমে আব্দুল লতিফের প্রাচীর নির্মান কাজ বন্ধ করে দিয়েছেন।
অভিযুক্ত আব্দুল লতিফ জানান, প্রকৃত পক্ষে যে স্থানে তার দেয়াল নির্মান করা হচ্ছিল সেটা সড়কের নয়। এই ভূমি তার ক্রয়কৃত সম্পত্তির অন্তর্ভূক্ত। তিনি অবৈধভাবে নির্মান কাজ করেননি। তার পরেও উল্লাপাড়ার ইউএনও মহোদয়ের নিদের্শনায় কাজ বন্ধ করে দিয়েছেন। এখন নতুন করে তার জায়গা পরিমাপের ব্যবস্থা করবেন তিনি।
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন জানান, আমডাঙ্গা গ্রামবাসীর অভিযোগের প্রেক্ষিতে কথিত আব্দুল লতিফের প্রাচীর নির্মান কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। সড়ক ও জনপথ বিভাগকে ওই স্থানে তাদের রাস্তার অংশ মেপে বুঝে নেবার নির্দেশনা দেওয়া হয়েছে।