
ধুনটে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
ধুনট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদের বিরুদ্ধে দলীয় শৃংখলা পরিপন্থী ও সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মাদ সিরাজকে নিয়ে কটুক্তি মূলক বক্তব্যের প্রতিবাদে বগুড়ার ধুনটে বিএনপির একাংশের আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৫টার দিকে পশ্চিম ভরনশাহী এলাকায় একটি চাতালে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্য রাখেন সাবেক উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান ফিরোজ।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহীন, মোখফিজুর রহমান বাচ্চু,মইনুল হাসান
মুকুল, এনামুল হক শাহীন, এ্যাড. রেজানুর রহমান ঠান্ডু, নুরে আলম জুয়েল, আলেক উদ্দিন, জাকির হোসেন জুয়েল, আব্দুল কাইয়ুম টগর, আতাউর রহমান পলাশ, ফিরোজ আহম্মেদ,
যুবদল নেতা রাশেদুজ্জামান উজ্জাল, এসএম হালিম, আবু মুছা, বুলবুল আহম্মেদ মিঠু, মাহমুদুল হাসান সুমন,শহিদুন্নবী স্বাধীন, শহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবকদল নেতা আলফিজুর রহমান স্বপন, মাহবুব-উল-হক রনজু,আশিক, জাহিদুল ইসলাম মধু,ছাত্রদল নেতা আলম হাসান, একে মিনু ও রাসেল মাহমুদ প্রমুখ।
উল্লেখ্য গত ১৩ ও ১৪ সেপ্টেম্বর নিমগাছি ও চিকাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে শান্তি ও সম্প্রীত সমাবেশে আপেল মাহমুদ দলীয় শৃংখলা পরিপন্থী ও সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মাদ সিরাজকে নিয়ে কটুক্তি মূলক বক্তব্য প্রদান করেন। প্রতিবাদ সভা থেকে নেতকর্মীরা আপেল মাহমুদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য জেলা বিএনপির কাছে জোরদাবি জানান।