‘নার্সদের দ্বিতীয় শ্রেণি দেওয়া ঠিক হয়নি’ এমন কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নুরের পদত্যাগ দাবি করা হয়েছে। পদত্যাগের দাবি জানিয়ে শনিবার বেলা ১১টার দিকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্স ও মিডওয়াইফরা মানববন্ধন করেন।
মানববন্ধনে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নুরের পদত্যাগের একদফা দাবি তুলে ধরে বক্তৃতা করেন- ‘পদত্যাগ বাস্তবায়ন কমিটি’র সমন্বয়ক নার্সিং সুপারভাইজার আঞ্জুমানআরা, সাবিনা ইয়াসমিন, মিডওয়াইফ সাবরিনা আক্তার তন্দ্রা প্রমূখ। এসময় হাসপাতালে কর্মরত অন্তত ৩০ জন নার্স-মিডওয়াইফ উপিস্থত ছিলেন।
নার্স শারমিন সিদ্দিকা ও মিডওয়াইফ শ্যামলী খাতুন অভিযোগ করে বলেন, ইউনিয়ন পর্যায় থেকে বিভাগীয় হাসপাতালে নিরলসভাবে দায়িত্ব পালন করছেন নার্স-মিডওয়াইফরা। শিক্ষাগত যোগ্যতা এবং কর্মদক্ষতায় বিদায়ী সরকার নার্স এবং মিডওয়াইফদের পদমর্যাদা দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করেন। অথচ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক হয়ে মাকসুরা নুর বদলি সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে নার্স-মিডওয়াইফদের পদমর্যাদা নিয়ে কটূক্তি করেছেন।
তারা বলেন, নার্স-মিডওয়াইফদের হেয় করে বক্তব্য দেওয়ায় তারা মাকসুরা নুরের পদত্যাগ দাবি নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। অনতিবিলম্বে পদত্যাগ না করলে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি দেবেন নার্স-মিডওয়াইফরা। একই সাথে বিভিন্ন অনিয়ম দূর্নীতির কারণে মহাপরিচালকের বিচার দাবিও জানান তারা।