আগামী ১৯ সেপ্টেম্বর ঠাকুরগাও রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে বিএনপি মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমাবেশকে ঘিরে ইতিমধ্যে উৎফুল্ল রাণীশংকৈল বিএনপির নেতাকর্মিার।
এরই মধ্যে মহাসচিবের সমাবেশস্থলের মাঠ সোমবার পরির্দশন করেছেন ঠাকুরগাও জেলা বিএনপির নেতারা।
এদিন দুপুর ১২টার দিকে ঠাকুরগাও জেলা বিএনপির সহ-সভাপতি আলম, যুগ্ন সম্পাদক পয়গাম আলী,আনসারুল হক,হাসান মাহমুদ মামুন ও জেলা যুবদলের সভাপতি ,চৌধুরী মোহাম্মদ মহিবুল্লাহ আবু নুর রাণীশংকৈল ডিগ্রী কলেজে উপস্থিত হয়ে মাঠ পরির্দশন করেন।
পরির্দশন শেষে রাণীশংকৈল ডিগ্রী কলেজ হলরুমে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান,সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফ,সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী সম্পাদক মহসিন আলী,সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলামসহ যুবদল,ছাত্রদল কৃষকদলের নেতৃবৃন্দ এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় মহাসচিবের সমাবেশ সফল করার লক্ষ্যে করণীয় বিষয় নিয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন জেলার নেতারা।