
১১ জন কর্মচারী প্রেষণে,জনবল সংকটে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
ঠাকুরগাও রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জনবল সংকটে ভুগছে। জনবল সংকটের কারণে অনেক সেবা থেকে বঞ্চিত হচ্ছে সেবাগ্রহিতারা। এদিকে রাণীশংকৈল উপজেলা ৫0 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের ১১ জন কর্মকর্তা-কর্মচারী অন্যত্রে প্রেষণে বদলি নিয়ে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পদ ধরে রয়েছেন।
রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পদে জনবল থেকেও কর্মস্থলে উপস্থিত না থাকায় বেশ সংকটে পড়েছে রাণীশংকৈল উপজেলার স্বাস্থ্য সেবার মান। রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে ১১ জন কর্মকর্তা-কর্মচারী প্রেষণে রয়েছেন তাদের মধ্যে সাতজন ঠাকুরগাও সদর হাসপাতালে তারা হলেন, এসএসএন পদের
কামরুন নাহার, ইমার্জেন্সী এটেনডেন্ট সাইদুর রহমান,মালি জিয়াউর রহমান,ওয়ার্ড বয় বাবুল হোসেন,পরিচ্ছন্নতাকর্মি রামানন্দ দাস, জুনিয়র মেকানিক হোসেন সহরাওয়ার্দী সাজু,টিকেট ক্লাক নার্গিস বেগম, এছাড়াও দুজন করে মোট চারজন রয়েছেন ঠাকুরগাও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সিভিল সার্জন অফিসে তারা হলেন,জুনিয়র মেকানিক আবির দাস,ওটি বয় আইয়ুব
আলী,আয়া আফসানা মিমি,টিএলসিএ নাসরিন জান্নাত। রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক আব্দুস সামাদ
চৌধুরী জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের মোট ১১টি পদের কর্মকর্তা কর্মচারী প্রেষণে অন্যত্রে চাকরী করছেন। এদের নিজ কর্মস্থলে স্থানতরের জন্য একাধিকবার ঠাকুরগাও সিভি সার্জন বরাবরে পত্র দিলেও কাযর্করী কোন ব্যবস্থা হয়নি।
সিভিল সার্জন অফিস যদি ব্যবস্থা না নেয় তাহলে আর কি করার? ঠাকুরগাও সিভিল সার্জন চিকিৎসক নুর নেওয়াজ আহমেদ বলেন, ইতিমধ্যে একজনের অর্ডার বাতিল করা হয়েছে। অন্যদেরও বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।