
চিলমারীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল চিলমারী উপজেলা শাখার উদ্যোগে দলের সাংগাঠনিক কার্যক্রমকে তরান্বিত করার লক্ষ্যে গতকাল সোমবার দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের গুম, খুন, জেল-জুলুম, চাঁদাবাজি বন্ধ করার লক্ষ্যে সাংগাঠনিক তৎপরতা বৃদ্ধির জন্য গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল বারী সরকার, সহ সভাপতি সাহেব আলী, সাবেক অধ্যক্ষ শামছুদ্দিন সরকার, সাধারন সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিন
প্রমুখ। সভায় বিএনপি ও অংগ সংগঠনের সকল স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।