
ধান কেটে ঘরে তুলে দিচ্ছে জবির ছাত্রলীগ
কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে রংপুর এর বদরগন্জে কৃষকের ধান কেটে দিচ্ছেন জগন্নাথ বিশ্ববিদালয় ছাত্রলীগের ইসলামিক স্টাডিজ শাখার সাধারন সম্পাদক ও তার নেতাকর্মীরা।
এর আগে, গত ২৪ এপ্রিল বোরো মৌসুমে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিতে ছাত্রলীগের নেতাকর্মীসহ, তরুণ প্রজন্ম এবং ছাত্র ও যুব সমাজের প্রতি আহ্বান জানান কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
কেন্দ্রীয় ছাত্রলীগের সেই আহ্বানে সাড়া দিয়ে আজ শনিবার রংপুর জেলার বদরগন্জ উপজেলার ১৫ নং।লোহানীপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের রিকশা চালক দিনমজুর রবিউল ইসলামের ১২ শতক ধানি জমি কেটে দেন।
ইসলামিক স্টাডিজ বিভাগ -শাখা জগন্নাথ বিশ্ববিদালয় ছাত্রলীগ এর সাধারন সম্পাদক মো:সাজবুল ইসলাম সহ ৩-৪ জন নেতাকর্মী। সাজবুল বলেন, ছাত্রলীগ সবসময় গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের পাশে সবসময় ছিল। আমি নিজে এই রিকশাচালক রবিউল ভাই এর বাসায় যাই। তার মুখে হাসি ফুটাতে ৩-৪ জন কর্মী কে নিয়ে সূর্য উঠার আগেই উপস্থিত হই ধান খেতে। আমরা ধান কেটে মাড়াই সহ সবকিছু করে দেই।
এতে রবিউল ও তার পরিবার এবং গ্রামবাসী আনন্দে ছড়িয়ে পড়ে। ছাত্র সমাজের এমন ব্যতিক্রমী উদ্যোগ দেখে। বাংলাদেশ ছাত্রলীগ সবসময় দূর্যোগ দূর্বিপাকে মানুষের পাশে ছিল। বৈশয়িক কঠিন চ্যালেঞ্জ এর মুখে বাংলাদেশ। কৃষকের জন্য আরও বড় চ্যালেঞ্জ। এই কঠিন পরিস্থিতি -তে দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ কৃষকের ধান কেটে ঘরে তুলার দৃঢ় প্রত্যয় করেন।
বাংলাদেশ ছাত্রলীগ এর সংগ্রামী সভাপতি প্রিয় নেতা Hussain Saddam ভাই এর নির্দেশে ইসলামিক স্টাডিজ বিভাগ ছাত্রলীগ কৃষকের পাশে দাড়িয়েছি। আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতা আমার নেতা আকতার হোসাইন ভাই। "কৃষক বাচলে বাচবে দেশ শেখ হাসিনার বাংলাদেশ "।