
নাসিরনগরে পুকুরে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু- ছবি মুক্ত প্রভাত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুরের পানিতে ডুবে আখিঁ আক্তার ( ৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার ৮ সেপ্টেম্বর সকাল ৭ টার দিকে ওই ঘটনা ঘটে। আঁখি উপজেলার চাপড়তলা ইউনিয়নের উরিইয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। সে চাপড়তলা গ্রামের শাহ আলম মিয়ার মেয়ে।
পরিবারসুত্রে জানাযায়- সকালে খেলাধুলা করা জন্য বাড়ির বাহিরে যায় আঁখি। কিছু সময় পার হলে আঁখি আর বাড়ি ফেরে না। মেয়েকে না পেয়ে পরিবারের সবাই মিলে তাকে খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরের পানিতে তাকে দেখতে পায়।
এসময় শিশুটিকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় নিহত শিশুর পরিবারে চলছে শোকের মাতম।