
উল্লাপাড়ায় মালবাহী ট্রেন লাইনচ্যুতঃ উত্তরবঙ্গের সাথে ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় উত্তরবঙ্গের সাথে ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।
শুক্রবার বেলা ২টার দিকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন থেকে ১শ গজ দূরে একটি মালবাহী ট্রেন লাইন পরিবর্তন করার সময় এই ঘটনা ঘটে।
খুলনা থেকে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেসের যাত্রী বিথি এবং তিথি জানান তারা ঢাকায় যাওয়ার জন্য অপেক্ষা করছিল হঠাৎ ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় দীর্ঘ ভোগান্তির সৃষ্টি হয়েছে। তারা জানেন না কতক্ষণ নাগাদ লাইন সচল হবে।
উল্লাপাড়া রেলস্টেশন মাস্টার ফেরদৌস হাসান বলেন মালবাহী ট্রেনের ২ টি বগি চ লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সাথে উত্তরবঙ্গের সবগুলো ট্রেনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। লাইনচ্যুত বগি উদ্ধারের জন্য পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগকে জানানো হয়েছে। লাইনচ্যুত বগি উদ্ধার হলেই যোগাযোগ সচল হবে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মন্ডল এ তথ্য নিশ্চিত করে বলেন, মালবাহী ট্রেন সান্টিং (লাইন পরিবর্তন) করার সময় লাইনচ্যুত হয়ে দুটি বগি উল্টে গেছে। এতে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। লাইনচ্যুত বগি উদ্ধারের চেষ্টাও চলছে।