বাংলাদেশ ২৪ বছরের টেস্ট ইতিহাসে এর আগে ওয়েস্ট ইন্ডিজকে দুবার ও জিম্বাবুয়েকে একবার ধবলধোলাই করেছে।
সাদমান ফেরার পর নাজমুল–মুমিনুল জুটি
রাওয়ালপিন্ডিতে আজ দিনের শুরু থেকেই ছিল বৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাস। সকালে কালো মেঘও ছিল আকাশে। কিন্তু পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু হয়েছে যথাসময়ে। এখন তো রাওয়ালপিন্ডির আকাশ থেকে মেঘও কেটে গেছে। বাংলাদেশও এগোচ্ছে ধীরেসুস্থে। ২ উইকেটে ৮০ রান বাংলাদেশের।
আবারও দৃশ্যপটে খুররম শেহজাদ
কিছুটা নড়বড়ে ছিলেন সাদমান। আগের ওভারেই ফিল্ডার সালমানের কল্যাণে জীবন পেয়েছিলেন। এরপরও উইকেটে বেশিক্ষণ টিকতে পারলেন না। খুররম শেহজাদের করা ফোর্থ স্টাম্পের হাফভলিতে ড্রাইভ খেলতে গিয়ে মিড অনে ক্যাচ তুলেছেন এই ওপেনার। করেছেন ২৪ রান। বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৭১ রান।