• হাসান মাহমুদের প্রথম ৫ উইকেট
অবশেষে পাকিস্তানকে ১৭২ রানে আটকালো হাসান-নাহিদরা। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৮৪ রান।
হাসানের প্রথম ৫ উইকেট
নিশ্চিত হতে একটু সময় লাগল। আম্পায়ার আউট দিলেও রিভিউ চাইল পাকিস্তান। তাতে হাসানের প্রথমবার ইনিংসে ৫ উইকেট উদ্যাপনই যা বিলম্বিত হল। শেষ পর্যন্ত তৃতীয় আম্পায়ারও নিশ্চিত করলেন, হাসানের বলে মিরাজের ক্যাচ হয়েছেন মীর হামজা (১০ বলে ৪)।
• কার হবে ৫ উইকেট
পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে আর একটি উইকেটই বাকি। নবম ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন আবরার আহমেদ। নাহিদ রানার বলে প্রথম স্লিপে নাজমুলের হাতে ক্যাচ দিয়েছেন তিনি (১২ বলে ২ রান)।
আবরারের উইকেটটি নাহিদের চতুর্থ। এটি তাঁর ক্যারিয়ার–সেরা। আগের সেরা ৮৭ রানে ৩ উইকেট।
নাহিদের মতো চার উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। দেখার বিষয়, কে পাঁচ উইকেট নিতে পারেন। উইকেট কিন্তু একটিই বাকি। দুজনের কেউই এর আগে ইনিংসে পাঁচ উইকেট পাননি।
পাকিস্তানের রান ৯ উইকেটে ১৪৫। লিড ১৫৭ রানের।
• ৬ উইকেট হারিয়ে বিরতীতে পাকিস্তান
রাওয়ালপিন্ডিতে চতুর্থ দিনের শুরুতে আঘাত হানেন তাসকিন আহমেদ। এরপর শুরু হয় নাহিদ রানা গতির ঝড়। সেই ঝড়ে লন্ডভন্ড পাকিস্তানের টপ অর্ডার।
সাজঘরে ফিরেছেন অধিনায়ক শান মাসুদ, সাইম আইয়ুব, বাবর আজমসহ টপ অর্ডারের ৬ ব্যাটার। দুর্দান্ত শুরুতে দ্বিতীয় টেস্টেও জয়ের স্বপ্ন উজ্জ্বল হচ্ছে বাংলাদেশের।
পাকিস্তান-বাংলাদেশের দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের দ্রুত আটকে দেওয়ার স্বপ্ন নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেন টাইগার বোলারদের।
সোমবার (২ সেপ্টেম্বর) ২ উইকেটে ৯ রানে অপরাজিত সাইম আইয়ুবের সঙ্গে ব্যাট করতে নামেন অধিনায়ক শান মাসুদ।
দিনের নবম ওভারে পাকিস্তান শিবিরে প্রথম আঘাত হানেন তাসকিন। মিড অফে নাজমুল হোসেন শান্তর দারুণ ক্যাচে সাজঘরে ফেরেন সাইম আইয়ুব (২০ রান)।
তৃতীয় ডেলিভারিতে পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে (২৮) আউট করেন নাহিদ রানা। ডানহাতি এ পেসারের গতি সামলাতে পারেননি অভিজ্ঞ বাবর আজমও।
ব্যক্তিগত ১১ রানে স্লিপে সাদমান ইসলামের হাতে ধরা পড়েন তারকা এ ব্যাটার।
যদিও পরের বলে মোহাম্মদ রিজওয়ানের ক্যাচ ফেলে দেন সাদমান। প্রথম বলে জীবন পেয়ে পাকিস্তানের ইনিংসকে টানছেন এ উইকেটকিপার-ব্যাটার।
যদিও পরের ওভারে সৌদ শাকিলকে সাজঘরে ফেরান নাহিদ। ফলে টানা তিন ওভারে উইকেট শিকার করেন ডানহাতি এ ফাস্ট বোলার।
দিনের শুরুতে ৪ উইকেট হারানো স্বাগতিকদের লড়াইয়ে রেখেছেন রিজওয়ান-সালমান জুটি।
• নাহিদের তোপ
নাহিদ–তোপ চলছেই, তৃতীয় শিকার সৌদ শাকিল
টানা তিন ওভারেই উইকেট নিলেন নাহিদ রানা। প্রথম ওভারে শান মাসুদ, দ্বিতীয় ওভারে বাবর আজমের পর তৃতীয় ওভারের শেষ বলে সৌদ শাকিলকে ফেরালেন তিনি।
রাউন্ড দ্য উইকেট থেকে আসা রানার বল খোঁচা দেবেন কি দেবেন না করতে গিয়ে উইকেটের পেছনে লিটনকে ক্যাচ দিয়েছেন শাকিল (১০ বলে ২ রান)।
পাকিস্তানের স্কোর ৬ উইকেটে ৮৩। লিড ৯৫ রানের। উইকেটে আছেন রিজওয়ান ও আগা সালমান।
• চতুর্থ দিন শুরু
সাইম আইয়ুবের সঙ্গে শান মাসুদ
গতকাল বিকেলে হাসান মাহমুদের বলে খুররম শেহজাদ আউট হলে তখনই দিনের খেলা সমাপ্ত ঘোষণা করা হয়।
আজ চতুর্থ দিন সকালে নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে এসেছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ, সঙ্গে ৬ রান নিয়ে অপরাজিত সাইম আইয়ুব।
হাসান তাঁর অসমাপ্ত ওভারের শেষ দুটি বল করেছেন মাসুদের বিপক্ষে। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের রান ২ উইকেটে ৯।
১০: ৩৮
চতুর্থ দিনের খেলায় স্বাগত
কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ–পাকিস্তান দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা। আবহাওয়া বার্তায় বৃষ্টির পূর্ভাবাস থাকলেও সকালে আকাশ পরিষ্কারই দেখা যাচ্ছে। খেলা শুরু হবে যথাসময়েই, বাংলাদেশ সময় পৌনে এগারটায়।
পাকিস্তান ব্যাট করতে নামবে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৯ রান নিয়ে। প্রথম ইনিংসে ১২ রানের লিড থাকায় শান মাসুদের দল এই মুহূর্তে এগিয়ে ২১ রানে।