বাংলাদেশের দিন
রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে ১০ উইকেটের জয় তুলে বাংলাদেশ একই মাঠে দ্বিতীয় টেস্ট খেলছে সিরিজ–জয়ের দারুণ সুযোগে চোখ রেখে। প্রথম দিনের পুরোটাই কেড়ে নিয়েছে বৃষ্টি।
আজকের দ্বিতীয় দিনেই খেলা হয়েছে প্রথমবার। আর তাতে দিন শেষে হাসিমুখে মাঠ ছেড়েছে বাংলাদেশ দল।
দিনের শুরুটা হয়েছিল প্রথম ওভারেই তাসকিন আহমেদের বলে আবদুল্লাহ শফিকের বোল্ড দিয়ে। এরপর সাইম আইয়ুব ও শান মাসুদ ফিফটি করলেও দুজনকেই ফিরিয়ে দিনটি নিজের করে নিতে শুরু করেন মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশের এই অফ স্পিনার পরে ফিরিয়েছেন টেল এন্ডারে খেলা খুররম শেহজাদ, মোহাম্মদ আলী আর আবরার আহমেদদেরও। পূর্ণ করেছেন টেস্ট ক্রিকেটে দশম ইনিংসে পাঁচ উইকেটের মাইলফলক।
মিরাজের পাঁচ উইকেট পাওয়ার দিনে পাকিস্তানের মাঝ ইনিংসে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।