সোমবার উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়। সকালে ঘোষগাঁতী বলরাম মন্দির ও ঝিকিড়া গোপাল জিউ মন্দিরে রাধা কৃষ্ণের পূজা ও ভোগারতি অনুষ্ঠিত হয়।
বেলা ১১ টায় গোপাল জিউ মন্দির অঙ্গনে শ্রীকৃষ্ণের জীবন-কর্ম নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
উল্লাপাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজিত ঘোষের সভাপতিত্বে এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা, সেনা কর্মকর্তা মেজর রেজওয়ান, সহকারী পুলিশ সুপার অমৃত সুত্রধর, ওসি রকিবুল ইসলাম, বিএনপি নেতা আজাদ হোসেন, বেলাল হোসেন, ব্যবসায়ী হরিদাস কুন্ডু প্রমুখ বক্তব্য দেন।
পরে পৌর শহরে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে কয়েক হাজার সনাতন ধর্মালম্বী নারী পুরুষ অংশ নেন।