—ছবি মুক্ত প্রভাত
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের উল্লাপাড়ার সমন্বয়ক ও সাধারন ছাত্ররা কুমিল্লা, নোয়াখালি, লহ্মীপুর, ফেনী, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়ীয়া, হবিগঞ্জসহ ১১ জেলার বন্যা দুর্গত মানুষের জন্য ত্রাণ সংগ্রহ শুরু করেছেন।
গত বৃহস্পতিবার থেকে তারা স্বেচ্ছায় এই কর্মকান্ড শুরু করেন।
ইতোমধ্যে তারা উল্লাপাড়া পৌর শহরের শহীদ মিনার চত্বরে গণত্রাণ সংগ্রহের বুথ বসিয়েছেন। এছাড়া শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তারা বিভিন্ন সমজিদ, মন্দির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, সুধিমহল ও ব্যক্তি পর্যায়ে নিজেরা উপস্থিত হয়ে ত্রাণ সংগ্রহ করছেন।
—ছবি মুক্ত প্রভাত
উল্লাপাড়া ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদী হাসান জানান, তারা সর্বস্তর থেকেই ত্রাণ প্রদানের ব্যাপক সাড়া পাচ্ছেন। গত কয়েক দিনে তারা ৭ লাখ ১৩ হাজার ৬৫৬ টাকা (রোববার বিকেল ৪টা পর্যন্ত) সংগ্রহ করেছেন। প্রাথমিকভাবে তাদের লক্ষ্য ১০ লাখ টাকা।
এই টাকা সংগ্রহ হলেই সমন্বয়করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বন্যার্তদের মাঝে এ অর্থ পাঠিয়ে দেবেন। অল্প সময়ের মধ্যেই ১০ লাখ টাকা পূরণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই সমন্বয়ক।