ছাত্র আন্দোলন দমাতে বিস্ফোরকসহ দেশীয় অস্ত্র ব্যবহার করে নেতাকর্মীদের নির্দেশ দেওয়ার অভিযোগে বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় সাবেক পানিসম্পদমন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঠাকুরগাঁও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
শনিবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে তিনটায় সদর থানা পুলিশ রমেশ চন্দ্র সেনকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার রায়ের আদালতে তুললে বিচারক এই নির্দেশ দেন। পরে তাকে ঠাকুরগাঁও কারাগারে নিয়ে যাওয়া হয়।
শুক্রবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার রুহিয়ার নিজ বাড়ি থেকে রমেশ চন্দ্র সেনকে আটক করে পুলিশ।
আজ বিকেলে ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ধারা মোতাবেক তাকে বিজ্ঞ আদালতে তোলা হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রমেশ চন্দ্র সেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, ১৬ আগস্ট ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়ার বাসিন্দা মো. রিপন ওরফে বাবু বাদী হয়ে মামলাটি করেন।