ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবীতে অবস্থান কর্মসূচি করেছেন ঠাকুরগাঁও জেলা বিএনপি।
বৃহস্পতিবার (১৫আগস্ট) সকাল থেকে জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচিতে বিএনপি ও তার অংগ সংগঠনের নেতা কর্মীরা অংশ নেয়।
এ কর্মসূচিতে নেতাকর্মীরা শেখ হাসিনার দূ:শাসনের বর্ণনা করে সর্বশেষ ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবী করেন।
বক্তব্যে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী বলেন, এই ১৭ বছরের অত্যাচার এবং নির্যাতনে সাধারন মানুষ ,সাংবাদিক ,শিক্ষক, গুনিজন ,এদেশের সর্বশ্রেষ্ট নোবেল জয়ি সন্তান কাউকে অপমান করতে ছারেননি ,এ কথিত কুচক্রকারি ফেরাউন এবং নমরুদ শেখ হাছিনা ।
এরশাদ দেশ ছারেনি,আপোশ হীন নেত্রি বেগম খালেদা দেশ ছারেনি ,আওয়ামীলীগের দুস্বাসনের কারনে শেখ হাছিনা দেশছেরেছে কারন তাদের অন্যায় এতই বেশি হয়ে গেছিলো,এ ১৭ বছসর দুষশাসন করে এমন যায়গায় নিয়ে গিয়েছেন যে তাকে দেশ ছেরে পালাতে হয়েছে ।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি আল-মামুন আলম,সুলতানুর ফেরদৌস নম্র চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক পয়গাম আলী, দপ্তর সম্পাদক
আল মামুন, জেলা যুবদলের সভাপতি আবু নুর, জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস সহ অংগসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।