বৈষম্যের দিন শেষ, গড়বো নতুন বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার উল্লাপাড়ায় গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা শহীদ মিনারের পাদদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, উল্লাপাড়ার উদ্যোগে এবং উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় সমাবেশে সভাপতিত্ব করেন ডা. মোঃ জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানে হাফিজুর রহমান বাবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা, সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল ওয়াহাব, সদস্য সচিব মোঃ আজাদ হোসেন, জামায়াতের উল্লাপাড়া উপজেলা আমির মোঃ শাহজাহান আলী, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের পক্ষ থেকে উল্লাপাড়ার সমন্বয়ক মাসুম আনাম, মেহেদী হাসান, রিফাত বিন জামান, আল্লামা ইকবাল পলাশ, মাহফুজ, শাহরিয়ার শুভ, তুহিন, রোহিত প্রমুখ।
উল্লাপাড়া শহরকে পরিকল্পিত শহর হিসেবে গড়ে তোলার জন্য সমন্বয়করা তাদের বক্তব্যে ৮ দফা দাবি উপস্থাপন করেন এবং সেটি বাস্তবায়ন করার জন্য অনুরোধ জানান।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উল্লাপাড়ার সমন্বয়কবৃন্ধ পর্যায়ক্রমে নিম্নোক্ত দাবিগুলো পেশ করেন, (১) ট্রাফিক সমস্যার স্থায়ী সমাধানের জন্য থ্রি-হুইলার (রিকশা-ভ্যান) দাঁড়ানোর নির্দিষ্ট জায়গা নির্ধারণ, সরকারি জায়গা দখলমুক্তকরণ, অবৈধ স্থাপনা ও ভ্রাম্যমান দোকান উচ্ছেদ করতে হবে, (২) জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে উপজেলার কোথাও কোন সংগঠনের নামে চাঁদাবাজি করতে পারবে না, (৩) সরকারি কলেজের পুকুর শিক্ষার্থীদের গবেষণায় ও জীব বৈচিত্র্য রক্ষার জন্য উন্মুক্ত করে দিতে হবে, (৪) উল্লাপাড়া কোন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় উল্লাপাড়ার ঘোষগাঁতী বি.জি.এম.সি’র ১ শত ২৩ শতক জায়গা দখল মুক্ত করে নার্সিং অথবা যেকোন কারিগরি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে হবে, (৫) পরিবেশ রক্ষায় শহরের মধ্য দিয়ে প্রবাহিত ফুলজোড় খান খননে ২৭ কোটি টাকা ব্যয় হওয়া সত্ত্বেও পৌর মেয়রের বাধার কারনে এই প্রকল্প আলোর মুখ দেখতে পায়নি।
যা এখন পৌরসভার ডাস্টবিনে পরিনত হয়েছে। যা পৌরবাসীর জন্য একটি দুর্গতির কারণ।
এটাকে অতিসত্ত্বর পরিবেশ বান্ধব করার জন্য জোড় দাবি জানাচ্ছি, (৬) শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিদ্যমান সকল অনিয়ম, দুর্ণীতি, অবৈধ নিয়োগ, অতিরিক্ত ফি গ্রহণসহ সকল বিশৃঙ্খলা দুরীভুত করতে হবে, (৭) উল্লাপাড়া পৌরসভার সকল নাগরিক সেবা ভেঙ্গে পড়েছে।
নাগরিক সেবা নিশ্চিতকরণ ও পৌরসভার কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শিক্ষার্থীদের মধ্যে থেকে প্রতিনিধির উপস্থিতি নিশ্চিত করতে হবে, (৮) উপরোক্ত বিষয়গুলোসহ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি এবং উদ্দেশ্য যথাযথভাবে প্রয়োগ হচ্ছে কিনা তা নিশ্চিত করার লক্ষ্যে মাসিক আইন শৃঙ্খলা মিটিং এ শিক্ষার্থী প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।