
নাসিরনগর কলেজ মোড়ের নামকরণ 'শহীদ ইমরান' চত্বর
কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ ইমরান। গত ২১ জুলাই (মঙ্গলবার) বিকাল ৩ টায় কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হলে আহত অবস্থায় ইমরান কে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাকে স্মরণীয় করে রাখার জন্য নাসিরনগর কলেজ মোড়ের নাম পরিবর্তন করে ‘শহীদ ইমরান চত্বর, নামকরণ করে উদ্বোধন করা হয়েছে।উল্লেখ্য শহীদ হাফেজ ইমরান নাসিরনগর উপজেলা গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামের মোঃ ছোয়াব মিয়ার ছেলে।
মঙ্গলবার (১৩ আগস্ট) শহীদ ইমরান চত্বর নামকরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন শহীদ ইমরানের পিতা মোঃ ছোয়াব মিয়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তন্ময়
আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভূইয়া, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস
সারোয়ার, থানা অফিসার ইনচার্জ নূরে আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ শাহ আলম, মৎস কর্মকর্তা ফাহিমুল আরেফিন, নাসিরনগর
সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আমিনুল ইসলাম, শহীদ ইমরানের বড় ভাই তোফায়েল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন হোসাইন তালিফ, শ্রাবণ
চকদার, সাইফুজ্জামান জনি, দিদার আহমেদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।