
সাঁথিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু- ছবি মুক্ত প্রভাত
পাবনার সাঁথিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১২ আগস্ট) উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলো ওই গ্রামের ইমরান হোসেনের ছেলে রোহান(৩) ও শাহিন আলীর ছেলে ইয়ামিন( ৪)।
ধুলাউড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মেম্বর ময়েন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ১১ টার দিকে ওরা দুজনই বাড়ির পাশে পুকুরে শাপলা ফুল তুলতে গেলে পানিতে ডুবে মারা যায়।
স্থানীয়রা জানান, ইয়ামিন সোমবার ১১টার দিকে সমবয়সি ভাতিজা রোহানকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে পুকুরে ফুল তুলতে যায়।
সাঁতার না জানায় দুই শিশুই পুকুরের পানিতে ডুবে যায়। পরে স্হানীয় লোকজনদের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।