বগুড়ার ধুনট উপজেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বিশাল আনন্দ মিছিল ও শান্তির সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
হাজার হাজার নেতাকর্মী মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের প্রধান সড়ক গুলোতে আনন্দ র্যালি করে কলাপট্টী এলাকায় পৌছে শেষ হয়।
সেখানে শান্তির সমাবেশে বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও ধুনট উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন বর্তমান পরিস্থিতিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের সব নেতাকর্মীকে শান্ত থাকার আহ্বান জানান এবং অন্যায়ভাবে কারও বাড়িঘর ভাঙচুর না করার অনুরোধ জানান। সেই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ধরনের অপকর্ম করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ায় মঙ্গলবার বেলা ১১টার দিকে হাজার হাজার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরে জড়ো হয়ে বিভিন্ন স্লোগানের মাধ্যমে আনন্দ উল্লাস করতে থাকে। পরে হাজার হাজার ছাত্রজনতাসহ বিএনপির নেতাকর্মীরা বিজয় মিছিল নিয়ে কলাপট্টী এলাকায় শান্তির সমাবেশ করে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুুদ্দিন হারুল মন্ডল, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, মুনজিল হোসেন, বিএনপি নেতা মাহবুবুর রহমান ফিরোজ, আকতার আলম সেলিম, মোখফিজুর রহমান বাচ্চু, এনামুল হক শাহীন ও পৌর যুবদলের আহ্বায়ক আবু তালহা শামীম। সমাবেশ শেষে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতকালে তাদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করা হয়।