
নাসিরনগরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা কর্মসূচির সমর্থনে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে নাসিরনগর কলেজে হাজারো আন্দোলনকারী শিক্ষার্থী জমায়েত হয়ে প্রদান প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিক্ষোভ মিছিল কলেজ মোড় অবরোধ করে।
ফলে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। নাসিরনগরের ইতিহাসে এই প্রথম এতো বড় ছাত্র আন্দোলন করেছে শিক্ষার্থীরা। মিছিলে স্কুল, কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার লোকজনের অংশ গ্রহণ করে।
নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠের মোড়ে উপজেলা নির্বাহি কর্মকর্তা ও পুলিশ ছিল সতর্ক অবস্থায়। এ সময়ে মিছিল নিয়ে যাওয়ার সময় মিছিল থেকে পুলিশকে ভুয়া ভুয়া বলে শ্লোগান দেন আন্দোলনকারীরা।
এ সময় উপজেলা নির্বাহি কর্মকর্তা আহ্বান জানান, শিক্ষার্থীরা যেন শান্তি পূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করেন। পরে মিছিলকারীরা তাদের মিছিল নিয়ে কলেজ মোড়ে অবস্হান করে।