
সিরাজগঞ্জের ৯টি উপজেলায় এক দফা দাবিতে রণক্ষেত্র পরিণত হয়েছে। প্রতিটি উপজেলায় চলছে অবস্থান অসহযোগ আন্দোলন লুটপাট ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা।
আজ রবিবার ৪ আগস্ট সকাল থেকেই সিরাজগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে ভাঙচুর অগি সংযোগের ঘটনা ঘটে।
এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাথে জামায়াত বিএনপি অংশগ্রহণ করে, সিরাজগঞ্জ রেলগেট পুলিশ বক্স এ ভাঙচুর ও আসবাবপত্র লুটপাট, কোর্ট চত্ত্বর এলাকায় সিআইডি অফিসে অগ্নিসংযোগ, শহরের বাজার স্টেশনে ২টি মোটরসাইকেলে সহ হাইওয়ে থানায় আগুন দেয় অগ্নিসংযোগ, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ, সিরাজগঞ্জ রোডে হাটিকুমরুল হাইওয়ে থানায় অগ্নিসংযোগ পিকআপে আগুন দিয়েছে।
প্রায় উপজেলা আওয়ামী লীগ অফিস ভাঙচুর করে ও সিরাজগঞ্জের সদরে সকল পেট্রোল পাম্প ভাঙচুর কর হয়
এছাড়াও সিরাজগঞ্জ সদর-২ কামারখন্দ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিব মিল্লাত মুন্নার বাড়িতেও ভাঙচুরসহ আগুন বেশ কিছু সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।
শহরের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা ভাঙচুর ও লুটপাট করে নেওয়ার ঘটনা ঘটছে। এস এস রোডস্থ কুটুমবাড়ি, বড়বাজার বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আওয়ামী লীগ-বিএনপি জামাতে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে।